৬৪ জেলায় এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। ৮৫ কোটি টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে। ১৭ কোটি ৫৪ লাখ টাকা শিশু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ৫০ লাখ মানুষকে ঈদের আগে নগদ সহায়তা দেয়া হচ্ছে। এই সহায়তার তালিকা প্রণয়ন কার্যক্রমে কোনোরূপ অনিয়ম সরকার বরদাশত করবে না।
সেতুমন্ত্রী বলেন,আজকে বাংলাদেশ ২১৩ টি দেশ এবং অঞ্চলের মধ্যে আমাদের অবস্থান ৩০ তম । আজকে আমেরিকা যুক্তরাজ্যের মতো দেশ কত খারাপ অবস্থায় পড়েছে। দুই তিনটি দেশ ছাড়া আর কেউই তেমন সাফল্য দেখাতে পারে নাই। এদিকে ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে জানিয়ে শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবে, এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে। শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সংকটের শুরু থেকেই দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জীবনবাজি রেখে। এ কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। এসময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।