শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় আটকেপড়াদের বিশেষ বিমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৮১

করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায়  আটকেপড়া  বাংলাদেশিদের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল শনিবার এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে তাদের দেশে আনা হবে। অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে না   পেরে উদ্বেগ, উৎকন্ঠা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছিল তাদের। অস্ট্রেলিয়ার সরকার যেসব ছাত্র ও দর্শনার্থীদের অস্থায়ী ভিসা তাদের দেশ ত্যাগ করতে বলেছে। এমন অবস্থায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোন সদুত্তর পাচ্ছিলেন না তারা। বিশেষ বিমানের মাধম্যে তাদের দেশে ফিরেয়ে নিতে বাংলাদেশ সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে আসছিলেন তারা। অবশেষে গত ৪ঠা মে অস্ট্রেলিয়ায় ক্যানব্যারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মেইলের মাধ্যমে দেশে ফিরতে ইচ্ছুকদের আবেদন করতে বলা হয়। প্রথমে বাংলাদেশ দূতাবাস থেকে ৭ই মে মালয়শিয়া এয়ারলাইন্সে করে এসব বাংলাদেশিদের নেয়া হবে জানানো হলেও পরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে তাদের দেশে ফিরিয়ে আনার কথা জানানো হয়।

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রায় দুই মাস ধরে আটকে ছিলেন মাসরুর মাহমুদ শুভ। শুভ বলেন, অস্ট্রেলিয়ায় বেড়াতে আসা ও আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রীব। আমরা সবাই জানি দেশের করোনা পরিস্থিতি অস্ট্রেলিয়ার চেয়েও খারাপ। তারপরও পরিবার পরিজন ও পেশাগত কারণে  সবাই দেশে ফিরতে চাই। দীর্ঘদিন ধরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশে ফেরার জন্য। ক্যানব্যারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আমি, ডা: ফাতেমা মেহের খান ও মেলবোর্নের একটি বাঙ্গলী সংগঠন একাধিকবার যোগাযোগ করেছি। অবশেষে সকলের সহযোগিতায় অমরা দেশে ফিরতে পারছি। ৮ই মে মেলবোর্ন থেকে রওনা দিয়ে কলোম্ব হয়ে ৯ই মে মধ্য রাতে আমরা ঢাকা পৌঁছাব। ঐ বিমানেই বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়া হবে। এর আগে গত ১৬ই এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রথম দেশে ফেরত নিয়ে যায় অস্ট্রেলিয়া সরকার। তখনই আমরা আবেদন জানিয়েছিলাম যেন, ঐ বিমানে করে আমাদের দেশে ফিরিয়ে নেয়া হয়। তিনি আরও বলেন, আমরা যারা দেশে যাচ্ছি সকলেই সুস্থ আছি। দূতাবাস থেকে বলা হয়, ছাড়পত্র নিয়েই দেশে যেতে হবে এবং দেশে গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

শেয়ার করুন

আরো খবর