স্বাস্থ্যমন্ত্রী ফিরোজসহ শুক্রবার দেশটির ২১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে সেখানে এ পযন্ত মোট৩ হাজার ৭৭৮ জন আক্রান্ত হলেন। এছাড়া আফগানিস্তানে করোনায় মারা গেছেন ১০৯ জন।
আফগান স্বাস্থ্য মন্তণালয় শুক্রবার করোনা নিয়ে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
জাতিসংঘের অভিবাসী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইরানে করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রথম দিকেই সেখান থেকে দেশে ফিরেন ২ লাখ ৭০ হাজারের বেশি আফগান নাগরিক। আর ইরান ফেরত এসব লোকজনের মাধ্যমেই এশিয়ার এই দেশটিতে করোনা ছড়িয়ে পড়েছে বলে ধারণা।
ইরান থেকে ফেরত আসাদের অধিকাংশকেই করোনা পরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে এদের মাধ্যমেই আফগানিস্তানে করোনা ছড়িয়ে পড়েছে। শুধু সাধারণ মানুষ নয়, করোনায় আক্রান্ত হচ্ছেন দেশটির ব্যাপক সংখ্যক স্বাস্থ্যকর্মীও।
জানা যায়, রাজধানী কাবুলে করোনা আক্রান্তদের এক-তৃতীয়াংশেরও বেশি স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে সেখানকার স্বাস্থ্যসেবা বিভাগের দুইজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাও রয়েছেন।কাবুলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯২৫ জন, তাদের ৩৪৬ জনই স্বাস্থ্যকর্মী।
আফগানিস্তানে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭২ জন। এখনও দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজারের বেশি করোনা রোগী। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।