তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অবাধ এবং মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। সে কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের এক সাংবাদিক ভাই করোনায় মারা গেছেন। আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করি। আরও অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।