করোনাভাইরাসের কারণে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য সহায়তা দিতে কাজ শুরু করেছেন। ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় আড়াই হাজার দরিদ্র পরিবার ও দলের অসহায় নেতাকর্মীদের বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।
সেলিম আরও জানান, শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।