সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

আড়াই হাজার পরিবারকে ত্রাণ দিলেন সেলিম

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০
  • ২৫৬
লক্ষ্মীপুর জেলার অসহায় ও দুস্থ আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন ২০ দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। শনিবার (২ মে) এ ত্রাণ তৎপরতা শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য সহায়তা দিতে কাজ শুরু করেছেন। ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় আড়াই হাজার দরিদ্র পরিবার ও দলের অসহায় নেতাকর্মীদের বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।

সেলিম আরও জানান, শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

আরো খবর