মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে যে ঘোষণা দিলেন এরদোগান

অনলাইন রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়িয়েছে রাশিয়া। শনিবার এ ঘোষণা দিয়েছেন এ চুক্তির মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করে রাশিয়ার কাছে। খবর আনাদোলুর।ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী আলেক্সেন্ডার কুবরাকোভ জানিয়েছেন, তৃতীয় দফা আরও ১২০ দিন সময় বাড়াল রাশিয়া।১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়।

 

আরও পড়ুন:গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে ক্রিমিয়ায় পুতিন

এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ১২০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

আরও পড়ুন:যুক্তরাজ্যের ক্রস-পার্টি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শেয়ার করুন

আরো খবর