বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে টিসিবির ডিলার গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ১৮৯
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশে অন্যত্র মজুদ করার দায়ে ডিলার সাইফুল ইসলাম শিবলুকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বাজারের ‘সুমন ষ্টোরের’ স্বত্তাধিকারী শিবলু শেরশাহ রোডের সিরাজুল ইসলামের পুত্র।

বৃহস্পতিবার রাতে নূর মসজিদের গলিতে একটি গুদাম হতে কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদকৃত টিসিবি’র মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২২ বস্তা চিনি, ৯০ কেজি মশুরের ডাল, ২০ লিটার সোয়াবিন এবং ৮ কেজি ছোলা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী মালামালসহ টিসিবি’র ডিলার আটকের ঘটনা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার এবং টিসিটিব’র ওই ডিলারকে গ্রেফতার করা হয়েছে। পাবনা সদরের টিসিবি’র ডিলার শিবলু’র ন্যায্য দামে বিক্রির জন্য সরকারের এসব পণ্যদ্রব্য সংশ্লিষ্ট এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্রির কথা। কিন্তু ডিলার শিবলু কালোবাজারে বিক্রির উদ্দেশে এসব মালামাল পাবনা হতে ঈশ্বরদীতে এনে গুদামে মজুদ করে রেখে তার সুমন ষ্টোরের দোকানে বেশী দামে বিক্রি করছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে বলে তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

আরো খবর