বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

ঊর্বশীকেই শুধু মানায়

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ১৭৮

করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে গৃহবন্দি মানুষ। তারকারাও এর ব্যতিক্রম নন। তবে বাড়িতে থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। এরইমধ্যে অভিনেত্রী তথা বিউটি কুইন ঊর্বশী রাউতেলা নিজের একটি ছবি শেয়ার করেছেন। এটি শেয়ার করে তিনি লিখেছেন, এক্সক্লুসিভ হওয়ার পথে। সাদা সার্টিন নাইটওয়ারে নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঊর্বশী। আর সঙ্গে সঙ্গেই তা অনুরাগীদের নজর কেড়ে নেয়। লাইক পড়ে প্রায় ১০ লাখ। মুহুর্তে ভাইরাল হয়ে যায় তার খোলামেলা এই ছবি। অনেকেই নায়িকার এই ছবির ভূয়সী প্রশংসা করেন। লিখেন, এমন ছবি ঊর্বশীকেই শুধু মানায়। অনেকেই তার ফিটনেসের প্রশংসা করেন। আবার কিছু মানুষ সমালোচনাও করেন। এদিকে কিছুদিন আগেই ঊর্বশী নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ কোটি রুপি দান করেছেন। একটি ভার্চুয়াল ডান্স মাস্টার ক্লাস চালানোর ব্যাপারে ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি তার অনুরাগীদের অবহিত করেন। তার এই সেশন ছিল যারা ওজন কমাতে চান ও নাচ শিখতে চান, তাদের জন্য। সেশনে তিনি জুম্বা, টাবাটা ও লাটিন ডান্স শেখান। টিকটকে ওই মাস্টার ক্লাসে প্রায় ১৮ মিলিয়ন মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়। আর এর থেকে তিনি পাঁচ কোটি রুপি পেয়েছিলেন, যা দান করেছিলেন।

শেয়ার করুন

আরো খবর