শনিবার, ১০ জুন ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

এক লাখ মার্কিনির মৃত্যুর আশঙ্কা করছেন ট্রাম্প

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ১৭৯

করোনাভাইরাসে (কোভিড-১৯) মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৩ মে) ওয়াশিংটন ডিসি-র লিঙ্কন মেমোরিয়ালে ফক্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৬৭ হাজার ৬৮২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১১ লাখ ৫৮ হাজার ৪০ জন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এপ্রিলের শুরুতে আশঙ্কা করেছিলাম করোনায় ৬০ হাজার নাগরিকের মৃত্যু হতে পারে। কিন্তু এখন মৃত্যু ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন আশঙ্কা করছি করোনাভাইরাসে ৭৫ হাজার থেকে ১ লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।

শেয়ার করুন

আরো খবর