মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এক সপ্তাহে দেড় শতাধিক বাংলাদেশি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২১১ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায় ৩ এপ্রিল। সেদিন দেশটির সরকার জানায়, ৩১ মার্চ ও ২ এপ্রিল দুই ধাপে পরীক্ষায় ১৯ জন বাংলাদেশির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরপর ধীরে ধীরে আরো প্রায় অর্ধশত বাংলাদেশি এতে আক্রান্ত হন। সর্বশেষ গত সপ্তাহেই দেড় শতাধিক আক্রান্ত হলেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৫ জন। এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৪৫৮ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
২১ ফেব্রুয়ারি সেখানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে দেশটিতে দুই মাস ধরে বেশ ধীরগতিতেই বাড়ছিল আক্রান্তের সংখ্যা। ২১ এপ্রিল পর্যন্ত সেখানে ২ হাজারের কম লোকের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। আর মৃত্যু হয় মাত্র ৭ জনের। সেইসাথে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হারও ছিল বেশ ভাল। গত সপ্তাহ পর্যন্ত উপসাগরীয় দেশটির করোনা পরিস্থিতি একরকম নিয়ন্ত্রণেই ছিল।
কিন্তু ২২ এপ্রিল থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ২৩ এপ্রিল এক দিনেই ১৯০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত ও একজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এরপর থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।