গান গাওয়ার জন্য যেমন সুরেলা কণ্ঠের প্রয়োজন, নাচ করার জন্যও তেমনি স্লিম ফিট চেহারা থাকা বাঞ্ছনীয়, শিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য নিয়েই জোর শোরগোল শুরু হয়েছে। পরমা এখানেই থেমে থাকেননি, তিনি এও বলেছেন, থপ থপ করে চর্বিওয়ালা থলথলে বডি হাত নাড়লে সেটা আর যাই হোক খুব কুৎসিত লাগে দেখতে। বর্তমান প্রজন্মের নারীরা যেখানে সব ক্ষেত্রে বৈষম্যের কথা বলে, চেহারার গড়নের থেকেও যাদের কাছে শিল্পীসত্ত্বার কদর বেশি, এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে পরমার মন্তব্যকে তাই নেটিজেনদের একাংশই মেনে নিতে পারছেন না। ‘পোশাকি’ আধুনিকমনস্ক ব্যক্তিদেরও নারীদের চেহারা নিয়ে রোগা-মোটা, বেঁটে কিংবা লম্বা, এ ধরনের মন্তব্য করতে দেখা যায় প্রায়ই। পরমার এই মন্তব্যেও অনেকে ‘বডি শেমিং’ খুঁজে পেয়েছেন। একজন শিল্পীর কাছে থেকে এই ধরনের মন্তব্য মোটেই কাম্য নয়! এমনটাই মত তাদের। শরীরের গড়ন নিয়ে পরমার মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কড়া জবাব দিয়েছেন তিনি।
এরপর পরমা বন্দোপাধ্যায় পোস্টটি সরিয়ে নেন। এবং এই শোরগোলের পর পোস্টের সপক্ষে একটি ভিডিও বার্তাও পোস্ট করেন। নিজের প্রোফাইল ব্লক করেন অন্যান্য ফেসবুক ইউজারদের জন্য। বোঝাই যাচ্ছে যে, তিনি এমন মন্তব্য করে ঠিক করেননি এবং সোশ্যাল মিডিয়ার সমালোচনা থেকে মুখ ফেরাতে চাইছেন। কিন্তু এই ভিডিওতেও নেটিজেনদের একাংশ বরং রুষ্টই হয়েছেন।