বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৭১
লাহোর থেকে করাচি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। করাচি বিমানবন্দরের কাছেই আবাসিক এলাকায় বিমানটি আছড়ে পড়ে। তবে এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এয়ারবার এ৩২০ মডেলের বিমান প্রায় ১০০ যাত্রী নিয়ে করাচিতে বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আব্দুল সত্তার এ দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। যাত্রীরা সবাই লাহোর থেকে করাচিতে যাচ্ছিলেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো খবর