সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ অপরাহ্ন

করোনা টাস্কফোর্স ভেঙে দিচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০
  • ১৯৪

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল থামছে না। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণহানি পেরিয়ে গেছে ৭১ হাজার। তারপরও মহামারিটি মোকাবেলায় হোয়াইট হাউসের গঠিত টাস্কফোর্স ভেঙে দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ের আগে দেশের অর্থনীতি চালু করতে গিয়ে নাগরিকদের জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছেন ট্রাম্প। খবর বিবিসি ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রে করোনায় এখন প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ নতুন আক্রান্ত হচ্ছেন এবং সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ তিন হাজারে এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩১ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা গবেষণা সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন যে আক্রান্ত ও মৃত্যুর হার বিদ্যমান, তাতে লকডাউন তুলে নিলে বা সামাজিক দুরত্ব না মেনে চললে আগামী ৪ আগস্ট পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণহানি দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার।

এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্স ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার অ্যারিজোনার একটি মাস্ক উৎপাদন কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।

লকডাউনের কারণে প্রায় এক সপ্তাহ হোয়াইট হাউসে অবস্থান করার পর মঙ্গলবার অ্যারিজোনার ফিনিক্স সফর করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, মাইক পেন্স ও টাস্ক ফোর্স অনেক ভালো কাজ করেছে। কিন্তু আমরা এখন একটু ভিন্নভাবে কিছু করতে চাইছি, এই ভিন্ন কিছু হলো নিরাপত্তা ও অর্থনীতি চালু করা। আর এই কাজের জন্য আরেকটি গ্রুপ গঠন করা হতে পারে।

এ সময় গগলস পরলেও মাস্ক পরেননি ট্রাম্প। এতে সাংবাদিকরা তার কাছে জানতে চান, টাস্ক ফোর্সের কাজ শেষ হয়ে গেছে কিনা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, না, এখনও হয়নি। মহমারি চলে গেলে কাজ শেষ হবে।

করোনায় দেশের ভেঙেপড়া অর্থনীতির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে আগের মতো ফিরে আনবো। এক্ষেত্রে কিছু মানুষের প্রাণহানির কথা স্বীকার করে তিনি বলেন, আমি বলছি না সবকিছু একেবারে যথার্থ। হ্যাঁ, কিছু মানুষ আক্রান্ত হবেন।   কিন্তু আমাদের দেশকে চালু করতে হবে এবং তা দ্রুত করতে হবে।

কবে নাগাদ টার্স্কফোর্স ভেঙে দেওয়া হবে-এ বিষয়ে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে।

সমালোচকরা বলছেন, নভেম্বরে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ের দেশের অর্থনীতিকে ইস্যু করতে চাইছেন ট্রাম্প। আর এজন্যই এতো মৃত্যু ও আক্রান্ত সত্ত্বেও টাস্কফোর্স ভেঙে দিচ্ছেন, লকডাউন তুলে দিচ্ছেন। আর এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলছেন ট্রাম্প।

শেয়ার করুন

আরো খবর