শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তে প্রথম ভারত

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২২০

কুয়েতে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা অন্য দিনের চেয়ে অনেক বেশি। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ৯২ জন। যা অন্য দিনের তুলনায় বহু গুণে বেশি। কিন্তু প্রতিদিন ভারতীয় প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বুধবার (২৯ এপ্রিল) করোনাভাইরাসে নতুন করে আরও ৩০০জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজা ৭৪০ জনে, চিকিৎসাধীন ২ হাজার ৩২৭ জন, সুস্থতা লাভ করেছেন ১ হাজার ৩৮৯ জন, আইসিইউতে আছেন ৬৬ জন। তাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার নতুন করে ৫৭ বছর বয়সী একজন ফিলিপিনো প্রবাসীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাস মৃত্যু হয়েছে ২৪ জনের। এর মধ্যে ৮ জন ভারতীয় নাগরিক, ২ জন ইরানি, ৫ জন বাংলাদেশি, ১জন সোমালি, ১ জন মিশরীয়, ১ জন ফিলিপিনো ও ৬ জন স্থানীয় নাগরিক।

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ভারতীয় প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। ভারতীয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬৮ জন, স্থানীয় নাগরিক ৬৪৬ জন ও মিশরি ৩৯৮ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে। কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে মোট বাংলাদেশির সংখ্যা ৩৮২ জন। মৃত্যু হয়েছে পাঁচ বাংলাদেশির। সূত্র: আরব টাইমস

শেয়ার করুন

আরো খবর