বোমার বিকট শব্দে আশপাশের প্রায় ২৫ টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। এতে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। দুই নারী আরও ১১ আহত হয়েছে। বোমা বিস্ফোরণে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চার তলায় ১০/১২ জন শিবিরকর্মীরা থাকতো। বোমা বিস্ফোরণের পরপর বাড়ির মালিক আবুল হোসেন ও শিবিরকর্মীরা পালিয়ে গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানায়, এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না এখুনি কিছু বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান,আহতের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চার জন ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি,দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্র আগুনে পুড়ে যেত। তাছাড়া রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫ টি বাড়ি ক্ষতি হতো না।
তারা বলেন, গত ছয়মাস আগেও নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ এই জামায়াত নেতার বাড়ি থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছিল।