শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৫

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিমা খাতুন (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত লিমা পিরোজপুর জেলা সদরের জুলফিকার আলীর মেয়ে।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত তিন- চারদিন ধরে লিমা নিউমোনিয়ায় ভুগছিলেন। গত সোমবার বিকালে তাকে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর