চট্টগ্রাম মহানগরী ও জেলায় নতুন করে ৭৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জনে।
রোববার (১৭ মে) রাত সাড় ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, রোববার চট্টগ্রামের ৪টি করোনা পরীক্ষার ল্যাবে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭৩টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।
ল্যাবসমূহের মধ্যে নগরীর ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালে ২৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১টি পজিটিভ। মহানগর এলাকায় ২৩ (৩ টি পুরাতন) এবং উপজেলায়-১৭টি (বোয়ালখালী-৪, সীতাকুণ্ড-৩, পটিয়া-৫, রাংগুনিয়া-৫) পজিটিভ পাওয়া যায়। এছাড়া এই ল্যাবে ভিন্ন জেলার ১টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। রিপোর্টে ১২ টি পজিটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৭ টি নমুনা পরীক্ষার রিপোর্টে চট্টগ্রামে ৬টি পজিটিভ ( লোহাগাড়া) পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি পজিটিভ।