শনিবার, ১০ জুন ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

জামালপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২১৫

জামালপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত এই ব্যক্তি একটি ডায়াগনোস্টিক সেন্টারের স্বাস্থ্যকর্মী।

বুধবার (২৯ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান।

নতুন আক্রান্ত হওয়া ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি জেলার সরিষাবাড়ি উপজেলার ধানআটা গ্রামে।

ডেপুটি সিভিল সার্জন জানান, সরিষাবাড়ী উপজেলার ৩২ বছর বয়সি ওই স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তাকে দ্রুত জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশনে রাখা হবে।

সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন জানান, আক্রান্ত ওই যুবক সরিষাবাড়ী উপজেলায় চতুর্থ আক্রান্ত ব্যক্তি। তাকে আইসোলেশনে রাখা হবে।

এছাড়া, জেলায় মোট আক্রান্ত সংখ্যা এখন ৫৯ জন। এরমধ্যে সর্বোচ্চ জামালপুর সদর উপজেলায় ২৭ জন। এছাড়া সরিষাবাড়ী উপজেলায় চারজন, মেলান্দহে তিনজন (সুস্থ দুইজন), মাদারগঞ্জে ১১ জন, বকশীগঞ্জে পাঁচজন (সু্স্থ দুইজন), দেওয়ানগঞ্জে তিনজন (মৃত্যু একজন) ও ইসলামপুরে ছয়জন (মৃত্যু দুইজন)।

এদিকে, জেলায় মোট মৃত্যু হয়েছে তিনজনের। দেওয়ানগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান এবং ইসলামপুরে দুই নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। ইতোমধ্যে চার রোগী সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

আরো খবর