ঝিনাইদহ জেলায় নতুন করে ২ উপজেলায় চিকিৎসক-সেবিকাসহ নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। আক্রান্তের মধ্যে রয়েছেন কালীগঞ্জের একজন মেডিক্যাল অফিসার ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা। কোটচাঁদপুর এলাকায় শনাক্ত হওয়া বাকি দুজন নারায়ণগঞ্জ ফেরত।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিক্যাল কলেজ থেকে গত ২৪ ঘন্টায় ১৩টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ৪ জন পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও সেবিকা রয়েছেন। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। প্রশাসনকে সাথে নিয়ে আক্রান্তদের বাড়ি ও এলাকায় লকডাউন করা হবে।
এ জেলায় এখন পর্যন্ত ৩২ জন আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।