গোপালি বলের দিবারাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান পাকিস্তানের আজহার আলী। ২০১৬ সালে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৩০২ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের করোনা দুর্গতদের জন্য ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির সেই ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন আজহার। নিলামে তুলবেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী জার্সিটাও।
ব্যাট ও জার্সি দুটো স্মারকেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ লাখ পাকিস্তানি রুপি। অনলাইনে নিলাম শেষ হবে আগামী বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিটে।
নিলাম নিয়ে ৩৫ বছর বয়সী আজহার বলেন, ‘বস্তু দুটিতে জড়িয়ে আছে আমার প্রিয় স্মৃতি। সব ক্রিকেটারের টেস্টে ট্রিপল সেঞ্চুরির সৌভাগ্য হয় না। আর ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আমি জার্সিটিতে সবার অটোগ্রাফ রেখে দিয়েছিলাম। দুর্যোগের সময়ে আমার প্রিয় দুটি স্মারক যদি মানুষের উপকারে আসে তবে তা হবে আরও ভালো ব্যাপার।’