করোনার এই সময়েও থেমে নেই জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। লকডাউনের কারণে নিজ বাড়িতে স্টুডিও গড়ে তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ওই রেকর্ডিং স্টুডিওর ছবিও প্রকাশ্যে এনেছেন।
সেলেনার শেয়ার করা ছবিতে তাকে নিজের স্টুডিওতে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে মাইক্রোফোন, মাইক স্ট্যান্ডের দেখা মেলে। ধূসর টি-শার্টের সঙ্গে এ সময় গাঢ় নীল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে তাকে। তার এক পাশে স্কেচ করা একটি বই রয়েছে। অন্য একটি বই তার সামনে রাখা।
২৭ বছর বয়সী সেলেনা এই বিষয়ে বলেন, করোনার কারণে সব থমকে আছে। কিন্তু থেমে থাকলে চলবে না।
যেমনটা থেমে নেই আমি। স্টুডিও স্থানান্তর করলাম, এতে আমি বাসা থেকে কাজ করতে পারছি। আমি একটি ছোট স্টেশন গড়ে তুলেছি, যেখানে আমার ইঞ্জিনিয়ার ও কিছু প্রযোজক বন্ধুর সঙ্গে ফেসটাইম করা সম্ভব হবে এবং আমরা কিছু সংগীত তৈরির চেষ্টা করতে যাচ্ছি। এতে আমি ভীষণ রোমাঞ্চিত। খুব দ্রুতই নতুন কিছু চমক আমার ভক্তদের দিতে পারবো বলে আশা করছি।