বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন

দিনাজপুরে ভেজাল গো-খাদ্য: ১ লাখ টাকা জরিমানা

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৭০

দিনাজপুরে  র‍্যাব ও  জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে ভেজাল গো-খাদ্য তৈরীর অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‍্যাব-১৩ দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি আ.ন.ম. ইমরান খানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারি পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় শহরের পুলহাট এলাকায় মামুন ট্রেডার্স গোডাউনে ভেজাল গো-খাদ্য তৈরীর সময় ওই প্রতিষ্ঠানের মালিক মো.  মোজাম্মেল হকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব দিনাজপুর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন জানান, র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর