মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন

দুদকের নাইকো মামলায় খালেদা জিয়ার বিচার শুরু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫

আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।রোববার (১৯ মার্চ) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ মে দিন ধার্য করেন।আজ বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। মামলার অন্যতম তিন আসামি খন্দকার শহীদুল ইসলাম, ইউছুফ হোসাইন ও গিয়াস উদ্দিন আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি সেলিম ভূঁইয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এসব বিষয় নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন:ওয়াসার হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় কোম্পানি

এর আগে গত ৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান দুর্নীতি মামলাটির অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করেছিলেন।তার আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি শেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি হয়েছিল।

 

আরও পড়ুন:ইরাকের নদীতে ডুবে আছে সাদ্দামের প্রমোদতরী!

শেয়ার করুন

আরো খবর