করোনা মহামারিতে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা যুবলীগ।
সোমবার (৪ মে) জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামে এক কৃষকের ধান কেটে ঘরে তোলে দিয়েছেন।
এ সময় ধান কাটায় অংশ নেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি আরিফুর ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী, যুবলীগের নেতা-কর্মীরা ধান কেটে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে। দুর্দিনে যুবলীগই মানুষের পাশে থাকে। এটাই যুবলীগের বিশেষ বৈশিষ্ট্য। যতদিন মাঠে ধান থাকবে ততদিন জেলা যুবলীগের নেতা-কর্মীর মাঠে থাকবে।