দ্রগবা তার ইচ্ছেটা ব্যক্ত করেছেন গত সেপ্টেম্বর মাসে। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি এই ব্যাপারটি অনেককে ভুলিয়েই রেখেছিল, তাছাড়া একই কারণে নির্বাচনের তারিখও ঠিক হয়নি। অনেকদিন পর এটি আবার আলোচনায় এলো আরেক আইভরিয়ান ফুটবল তারকা বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইয়া তোরে দ্রগবাকে জোরালো সমর্থন দেওয়াতেই। ‘আমাদের ফুটবলে একটা পরিবর্তন আসা এখন সময়ের দাবি। আধুনিকতার দরকার এখানে। আমি যখন বলি আমি দ্রগবার সমর্থক, এর অর্থ তার মতো একজন সাবেক খেলোয়াড় নিজেকে নিয়োজিত করতে চাইছে দেশের ফুটবলের মঙ্গলের জন্যই।’
সাবেক ফুটবলারা কেন দ্রগবার প্রার্থিতা সমর্থন করছেন না সে ব্যাপারে আইভরিয়ান সংবাদমাধ্যম থেকে যা জানা যায় তাহলো, দ্রগবার একটু ‘নাক উঁচু’ ভাব এবং ঘরোয়া ফুটবলের ব্যাপারে তার মোটেই আগ্রহ না দেখানো।
তোরে জানেন সাবেক ফুটবলারদের অনেকে দ্রগবাকে পছন্দ করেন না, ২০০৬ বিশ্বকাপের সময় দেশে গৃহযুদ্ধ থামিয়ে দেওয়া ফুটবল-নায়ক এখন অনেক ফুটবল-ভক্তের কাছে চক্ষুশূল, সংবাদমাধ্যমের বড় একটি অংশ তাকে নিয়ে সমালোচনামুখর, তারপরও দ্রগবার জন্য ভোট চান তোরে। আইভরিকোস্টকে ২০১৫ আফ্রিকান নেশনস কাপ জেতানো অধিনায়ক তোরে বর্তমান ফুটবলারদের ভোট চাইছেন দ্রগবারে বাক্সে, ‘আমি জানি সে (দ্রগবা) সমর্থন চাইছে, আমার আশা সে অনেকের ভোট পাবে, ক্লাব সভাপতিদের ভোট পাবে এবং আইভরিয়ান খেলোয়াড় সমিতিরও ভোট পাবে।’