সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ন

নার্সের পোশাক পড়ে হাসপাতালে মুম্বাইয়ের মেয়র

অনলাইন ডেঙ্ক;
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২২৫

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে নার্সে পোশাক পড়ে হাসপাতালে হাজির ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। করোনা রোগীদের চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের খোঁজ-খবর নিতে ও কাজে উৎসাহ দিতেই তিনি সেখানে যান।

২৭ এপ্রিল, সোমবার মুাম্বইয়ের বিওয়াইএল হাসপাতালে উপস্থিত হন মেয়র কিশোরী পেডনেকর। রাজনীতিতে আসার আগে নার্সের চাকরি করতেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজর।

বিওয়াইএল হাসপাতালে উপস্থিত হয়ে সেখানকার নার্সদের সঙ্গে কথা বলেন কিশোরী পেডনেকর। এছাড়াও নার্সিং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় করোনাভাইরাস প্রতিরোধ করার কাজে এগিয়ে আসার জন্য দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সেরা চার-পাঁচ জনকে ভবিষ্যতে ‘মেয়র কাপ’ দেয়ারও প্রতিশ্রুতি দেন মুম্বাইয়ের এই মেয়র।

যদিও অনেক আগেই মহারাষ্ট্র সরকার করোনা পরিস্থিতি মোকালিয়া রাজ্যের সব প্রাক্তন স্বাস্থ্যকর্মীকে পুনরায় কাজে ফেরার আবেদন জানিয়েছে।

২০১৯ সালে মেয়র নির্বাচিত হন শিবসেনার প্রার্থী কিশোরী পেডনেকর। এতে সমর্থন পেয়েছিলেন কংগ্রেস-এনসিপিরও।

শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী মেয়রের প্রশংসা করে টুইটে লিখেছেন, ‘নিজেরও আগে (নিজের) কর্তব্য।’

শেয়ার করুন

আরো খবর