ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যাকারী ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পসির উদ্দিনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ওই পরিবরাকে ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা তুলে দেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর (দেহন) এলাকার হতদরিদ্র পসির উদ্দিন ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করেন। সেই খবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচর হলে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।