সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

পাকিস্তানে তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫৬

পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গিলগিট-বালতিস্তানের শাউন্টার পাসের কাছে এই ঘটনা ঘটে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

আরো পড়ুন: জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না করা পর্যন্ত লড়াই চলবে: মান্না

উদ্ধার কর্মকর্তা সুবাহ খান এএফপিকে জানায়, কাশ্মীর থেকে ফিরে আসা প্রায় ৩৫ জনের একটি যাযাবরের দল সেখানকার এক গিরিখাতের কাছে শিবির স্থাপন করেছিল। পরে শনিবার ভোরের দিকে তুষারধসের কারণে ওই দলের প্রায় ১০ জনের মৃত্যু হয়।তিনি জানান, এই ঘটনায় ১৫টি গবাদি পশুও মারা গেছে।গিলগিট-বালতিস্তানের কার্যালয়ের মুখ্য সচিবও এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ এএফপিকে বলেন, দুর্গম এলাকা হওয়ায় এই উদ্ধার অভিযানে সেখানকার স্থানীয় বাসিন্দারা নেতৃত্ব দিচ্ছেন।

আরো পড়ুন: ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ

শেয়ার করুন

আরো খবর