রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার মির্জাপুরের কাছাকাছি যমুনাপাড়ায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে ঊর্মি সাহা (৩০) এবং শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৩)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, যমুনাপাড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঊর্মি সাহার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ট্রাকচালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।