বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক সেবিকার (৩১) পরিবারের আরও ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছে তার ৫ বছর বয়সী মেয়ে, আড়াই বছর বয়সী ছেলে, শ্বশুর ও শাশুড়ি।
সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। রাতে ল্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা বর্তমানে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে রয়েছে। তাদের করোনা ওয়ার্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এর আগে ওই সেবিকা গত ৪ মে করোনায় আক্রান্ত হন। ওই দিন রাত ১১টার দিকে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার স্বামীও ঢাকায় করোনায় আক্রান্ত হন। এছাড়া ওই সেবিকার সোমবারের ফলোআপ রিপোর্টেও করোনা উপস্থিতি পাওয়া যায়।