সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী আনুশকা কেন এমন সিদ্ধান্ত নিলেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৭৬

অভিনয়ের বিষয়ে বেশ ‘খুঁতখুঁতে’ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এর মধ্যে তিনি সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত। তাই মাতৃত্বকে উপভোগ করতে এবং পরিবারকে সময় দিতে বছরে একটি সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।এই অভিনেত্রী মনে করেন, তার মেয়ে ভামিকা বড় হয়ে ওঠছে। এ দিনগুলোতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে তাকে। এছাড়া পারিবারিক ও অভিনয় জীবনের মধ্যে ভারসাম্যও রাখতে চান তিনি।

আরো পড়ুন:বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার পথেই হাঁটছেন তার বোন পরিণীতি

আনুশকা বলেন, আমি অভিনয় উপভোগ করি কিন্তু আগের মতো বেশি সিনেমা করতে চাই না। বছরে একটি করে সিনেমা করতে চাই। জীবনের ভারসাম্য বজায় রাখতে চাই, পরিবারকেও সময় দিতে চাই। বিশেষ করে আমার মেয়ে ভামিকাকে।এই অভিনেত্রী বর্তমান জীবন নিয়ে অনেক সন্তুষ্ট। তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে, স্ত্রী ও মা হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছি তা নয়। শান্তিতে থাকার জন্য এ সিদ্ধান্ত। এমন কিছু করি যা আমার কাছে সঠিক মনে হয়।

আরো পড়ুন:কমল স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

শেয়ার করুন

আরো খবর