দিনাজপুরের বিরামপুর সীমান্তে দুই হাজার ২৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ মে) সকাল বিরামপুর সীমান্তের দাউদপুর বিজিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন শেখের নেতৃত্বে বিজিবি সদস্যের একটি টহল দল দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, আজ সকালে ভারত থেকে মাদকদ্রব্য এনে দাউদপুর সীমান্তের বাঁশ ঝাড়ের ভেতরে খড় ও গোবরের গাদায় লুকিয়ে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২৯০/২৭-এ পিলারের অভ্যন্তরে দক্ষিণ দাউদপুর গ্রামে (জোলাপাড়া) অভিযান চালানো হয়। পরে সখান থেকে বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার ২৬৫ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় নয় লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা।