ডিজিটাল বিশ্ব নৃত্য দিবস…
করোনার এই দুর্যোগে ঘরে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিল্পীদের যেহেতু মানুষ অনুসরণ করে, তাই শিল্পের মাধ্যমে তাদের সচেতন করা, মানসিকভাবে প্রফুল্ল রাখার কাজ আমরা করছি। বিশ্ব নৃত্য দিবসে বাইরে কোনো আয়োজন না থাকলেও ঘরে বসে অনেক নৃত্যশিল্পীর নানা আয়োজন থাকবে। লক্ষ করেছি, বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মিউজিক পিচ তৈরি করে নিজস্ব কম্পোজিশনে নাচ করছেন। আমার ধৃতি নর্তনালয় থেকেও আমি একটি নাচ করব। কালই তা প্রকাশ হবে আমার ফেইসবুকে। সময় স্বল্পতার জন্য হয়তো খুব বেশি শিল্পী নিয়ে কাজটি করতে পারব না। একক বা দ্বৈত নৃত্য করব। তবে অবশ্যই তা হবে যার যার ঘরে বসে।
করোনার ইতিবাচক দিক…
আমি বিশ্বাস করি সবকিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। করোনার অনেক নেতিবাচক দিক, কিন্তু নৃত্যশিল্পীদের জন্য একটি ইতিবাচক দিক হলো অনেক নৃত্যশিল্পী ছিলেন যারা কোরিওগ্রাফি করতে পারেন বলে ধারণাও ছিল না। তাদের অনেকেই এই অখণ্ড অবসরে নিজস্ব কোরিওগ্রাফিতে নাচ করছেন। কারও কারও নাচ বেশ ভালোই হয়েছে।
ফিকে হয়েছে উৎসবের আলো…
করোনার এই প্রকোপ এমন সময়ে হয়েছে, যখন বাঙালিদের জন্য অনেকগুলো বড় উৎসব পরপর পড়ছে। বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন নিয়ে শিল্পীদের কত যে আয়োজন ছিল, তা বলে শেষ করা যাবে না। এরপর গেল বৈশাখ। আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বা ঈদুল ফিতরের মতো বড় অনুষ্ঠান, সবকিছুর রং ফিকে হয়ে গেল করোনার কারণে। প্রতিটি সেক্টরের মতো নৃত্যশিল্পে অনেক বড় ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পূরণ হতে সময় লাগবে।
নতুন কাজ…
আসলে ঘরে বসেই যতভাবে নাচের সঙ্গে জড়িত থাকা যায়, সেই চেষ্টা করছি। নতুন নাচের কম্পোজিশন করে রাখছি, যা ভবিষ্যতে কাজে লাগাতে পারব। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে ঘরে থেকেই একটি নাচ উপহার দেওয়ার পরিকল্পনা করেছি। আগামী মাস থেকে অনলাইনে ধৃতি নর্তনালয়ের ক্লাস শুরু করব। আমেরিকার দুটি সংস্থার সঙ্গে অনলাইন প্রশিক্ষণ ও পারফরম্যান্সের পরিকল্পনা চলছে। ঢাকা মতিঝিল অর্কিড লিও ক্লাব আয়োজিত ও জেরসল্যব নিবেদিত ‘স্বপ্নসিঁড়ি ২০২০’ নামে একটি অনলাইন নৃত্য প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে কাজ করছি। এর বাইরে মণিপুরি নাচের ওপর লেখা বেশ কিছু বই পড়ছি। ভারতীয় বাংলা সিনেমা দেখছি প্রচুর। সম্প্রতি দেখলাম জয়া আহসানের বিসর্জন, বিজয়া ও কণ্ঠ। প্রতিটি সিনেমায় দুর্দান্ত অভিনয় তার। ঋতুপর্ণ ঘোষের শেষ সিনেমা ‘চিত্রাঙ্গদা’তে সামান্য কাজ করেছিলাম। সেই সিনেমাটিও খুব ভালো লেগেছে। বেলাশেষে, পরিণীতাসহ অনেক সিনেমা দেখেছি।