এক মাসেরও কম সময়ের মধ্যে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন ব্রাজিলে। এবার পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইচি। তিনি মাত্র কয়েক সপ্তাহ আগে এ দায়িত্বে এসেছিলেন। বিশ্বে করোনা ভাইরাস মহামারির মধ্যে ব্রাজিল যখন হটস্পট হয়ে উঠেছে, তখন তার এই পদত্যাগে বড় ধাক্কা খাবেন প্রেসিডেন্ট জায়ের বলসনারো। তিনি অর্থনৈতিক খাতকে চালু করতে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে ম্যালেরিয়া বিরোধী ওষুধ ব্যবহারে খুব উন্মুখ। কিন্তু প্রেসিডেন্টের এই উদ্যোগে সাড়া না দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রেসিডেন্ট ভীতু হিসেবে সমালোচনা করেছেন। ওদিকে শুক্রবার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান নেলসন টেইচি। এদিন সংবাদ সম্মেলন করে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকে কাজ করার সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
বলেন, এ পদে এসে তিনি সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা করেছেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করেন নি। তিনি পদত্যাগ করায় ডানপন্থি প্রেসিডেন্টের কড়া সমালোচনা উঠেছে ব্রাজিলে। এমনকি তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানানো হয়েছে। রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে সরকারি হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান হচ্ছে না। এ অবস্থায় প্রেসিডেন্টের বিরুদ্ধে ওই দুটি অঞ্চলের অধিবাসীরা বিভিন্ন রকম পাত্র ও রান্না কড়াই নিয়ে তা বাজিয়েছেন। ওদিকে ব্রাজিলে মন্ত্রীপরিষদের সামরিক সদস্যরা দেশের উপস্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্ডো পাজুয়েলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বলছে।