একের পর এক চলে যাচ্ছেন বলিউডের তারকারা। ইরফান খানের মৃত্যুর শোক ভুলতে না ভুলতেই না ফেরার দেশে চলে গেলেন বলিউডের আরেক বর্ষীয়াণ অভিনেতা ঋষি কাপুর। মুম্বইয়ের একটি বেসরকারি হাসাপাতালে সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঋষি কাপুরের মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া। সকালে টুইট কর অমিতাভ বচ্চন জানিয়েছেন ঋষির মৃত্য সংবাদ। বন্ধুকে হারিয়ে ভীষণ শোকাহত তিনি। এদিকে বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও ঋষির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই শোক জানিয়েছেন নায়িকা।
ঋষি যখন অসুস্থ ছিলেন তখন দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ঋষি কাপুরের মৃত্যুতে বলিউডের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। এই কঠিন সময়ে নিতু কাপুর, রণবীর এব রিদ্ধিমা কাপুর যেন আরও মনের শক্তি পান, সেই বার্তা দেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করেন পিগি।