শনিবার, ১০ জুন ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

‘ভয়ংকর সুন্দর’খ্যাত ভাবনার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ২২১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবার মতো ঘরবন্দি সময় পার করছেন। ঘরে থাকলেও বসে নেই তিনি। প্রাত্যহিক কাজের বাইরে শিল্প চর্চা করে যাচ্ছেন বলে জানান এই গ্ল্যামারকন্যা। ঘরবন্দি সময় নিয়ে তিনি বলেন, ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। শুধু সিনেমা দেখা বা খাওয়া-দাওয়ার মধ্যে আমি সীমাবদ্ধ না। লেখালেখি নিয়ে ব্যস্ত আছি। এছাড়া বই পড়ছি, নাচ করছি, লাইভে আড্ডা দিচ্ছি।

প্রতিদিনই কোনো না কোনো কাজ করছি। ঘরে থাকতে থাকতে নিজের মাঝে নতুন কী আবিস্কার করলেন? তার ভাষ্য, আমি কখনো ছবি আঁকতাম না। এই পরিস্থিতিতে বাসায় থাকতে থাকতে আবিস্কার করলাম আমি ছবি আঁকতে পারি। আমার আঁকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি। সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড দিয়েছেন। কেমন সাড়া পেলেন? ভাবনা বলেন, খুব ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে আমার নাচের ভিডিও তো হাজার হাজার মানুষ দেখেছে এবং শেয়ার করছে। এর আগে শুটিংয়ের কারণে নাচের জন্য সময় দিতে পারতাম না। কিন্তু বাসায় থাকার জন্য নাচ করতে পারছি। সেই জায়গা থেকে নিজের কাছেও ভালো লাগা কাজ করছে। শুটিংয়ের দিনগুলি মিস করছেন কিনা? ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এ অভিনেত্রী বলেন, ভীষণ মিস করছি। আমি একজন পেশাদার অভিনেত্রী। কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। আবার সেই দিনগুলোতে ফেরার অপেক্ষায় আছি। এই অভিনেত্রী ঈদের নাটক নিয়েও কথা বলেন। ঈদে তার দুই/একটি নাটক প্রচার হবার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো লকডাউনের আগে শুটিং করেছেন।

শেয়ার করুন

আরো খবর