মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফেনীতে তৌহিদুল ইসলাম কিরণ (২৩) নামের এক যুবককে ডিবি পুলিশ আটক করেছে। গতকাল ২৮ এপ্রিল, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর লালপুল এলাকা থেকে সে আটক হয়। ওই নারীকে ধর্ষণচেষ্টার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ডিবি পুলিশ অভিযানটি চালায়।
আটক তৌহিদুল ইসলাম কিরণ লালপুর এলাকার বাসিন্দা। সে একই এলাকার একটি গ্রিল তৈরির ওয়ার্কশপের শ্রমিক।
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ঝোপের ভেতর টেনে নিয়ে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে কিরণ ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় কয়েক যুবক বিষয়টি টের পেয়ে ভিডিও করে তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়।
পরে সন্ধ্যার দিকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি ডিবি পুলিশের নজরে আসলে রাতেই তারা অভিযানে যান। শহরতলীর লালপুর এলাকা থেকে কিরণকে আটক করা হয়।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।