মৌলভীবাজারে আরও আটজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
মঙ্গলবার (৫ মে) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকসহ আটজন স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ এসেছে।
তিনি জানান, সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষায় এই রিপোর্ট আসে। এ নিয়ে হাসপাতালের মোট আক্রান্তের সংখ্যা ১০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানা গেছে, জেলায় ১৮০৫ জন হোম কোয়ারেন্টিনে ও ১২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।