শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

ময়মনসিংহে সুস্থ হলেন ৪৮ জন

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৫৬

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৪ মে) রাতে তিনি বলেন, এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশন ও কোয়ারান্টাইনে থাকা ৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ময়মনসিংহের ১৩ জন, জামালপুরের ৯ জন, শেরপুরের ১৪ ও নেত্রকোনা জেলার ১২।

এদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, ‘সোমবার পিসিআর ল্যাবে তিন শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুইজন স্টাফ, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একজন ও জামালপুরে একজন করোনা আক্রান্ত হয়েছেন।’

এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত হলেন ৩৩৬ জন। এর মধ্যে ময়মনসিংহে ১৭১ জন, জামালপুরে ৭৪ জন, নেত্রকোনায় ৫৯ ও শেরপুরে ৩২ জন।

শেয়ার করুন

আরো খবর