বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

ময়মনসিংহে  ৩০০ পরিবহন শ্রমিককে চাল বিতরণ

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০
  • ১৯৫

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহের ৩০০ পরিবহন শ্রমিকের মাঝে ৫০ কেজি ওজনের মিনিকেট চালের বস্তা বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে নগরীর শম্ভুগঞ্জ পরিবহন শাখা কমিটির উদ্যোগে কার্যালয়ের সামনে অস্বচ্ছল পরিবহন শ্রমিকদের মাঝে চালের বস্তা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আনিসুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল হয়ে পড়া পরিবহন চালকদের মাঝে নিজস্ব ফান্ডের টাকা দিয়ে চালের বস্তা কিনে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে তাদের।

আবুল হোসেন ও কামাল উদ্দিন নামে দুই অস্বচ্ছল ট্রাক চালক বলেন, করোনার কারণে প্রায় দুইমাস ধরে তাদের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন। এমন সময়ে পরিবহন নেতাদের সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত তারা।

শেয়ার করুন

আরো খবর