ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে এই ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা ২৮০ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের
অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ।
তিনি বলেন, ‘৩ শিফটে ২৮২ নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ নগরীর চরপাড়ার এক নারী, শেরপুর জেলার এক চিকিৎসক, জামালপুর জেলার সদর উপজেলার ১, সরিষাবাড়ী উপজেলার ২, মেলান্দহ উপজেলার ২, ইসলামপুর উপজেলার ১, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২ ও মদন উপজেলার ১ জন রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৮০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৫ জন, জামালপুর জেলায় ৬৫ জন, নেত্রকোনা জেলায় ৩৯ এবং শেরপুর জেলায় ৩১ জন।’