শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ রেকড

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০
  • ২৩৫

ময়মনসিংহ বিভাগে নতুন ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ বিভাগে এক দিনে সর্বোচ্চ। এর আগে ২১ এপ্রিল এ বিভাগে ১১ চিকিৎসকসহ এক দিনে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

মঙ্গলবার (৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

তিনি বলেন, মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৩ শিফটে ২৮২ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকৎসক ও পাঁচ স্টাফসহ ময়মনসিংহ জেলায় মোট ২০ জন, নেত্রকোনায় ৯ জন, জামালপুরে ৫ জন এবং শেরপুর জেলায় ১ জন।

তিনি আরো বলেন, ময়মনসিংহ বিভাগে মোট ৩৭১ জন করোনা রোগীর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৯১ জন, জামালপুরে ৭৯ জন, নেত্রকোনায় ৬৮ জন এবং শেরপুরে ৩৩ জন।

এসকে হাসপাতালের করোনা ইউনিট থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

শেয়ার করুন

আরো খবর