যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে হয়ে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১৯২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- দেশটিতে এখন পর্যন্ত ৬৩ হাজার ৮৬১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭২৭ জন।
দেশটিতে সর্বোচ্চ মারা গেছেন নিউইয়র্কে।