রংপুরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছরের মোসলেম উদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে বাড়িতে চিকিৎসা শেষে পরিপূর্ণ সুস্থতার ছাড়পত্র পেয়েছেন মিঠাপুকুরের সাজ্জাদ হোসেন নামে এক তরুণ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় জানান, বদরগঞ্জ উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন গত ১৪ এপ্রিল রংপুর নগরীর খামার পাড়ায় মেয়ে-জামাই বাড়িতে অসুস্থ হয়। দু’দিন পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ এপ্রিল তাকে রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বুধবার তিনি বদরগঞ্জের নিজ বাড়িতে চলে যান।
অপরদিকে মিঠাপুকুর উপজেলার সাজ্জাদ হোসেন নামে ১৭ বছরের এক ছাত্রের দেহে গত ৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। সে নারায়নগঞ্জে আত্মীয়র বাড়িতে গিয়েছিল। সেখান থেকে করোনাভাইরাস বহন করে নিয়ে আসে। রংপুর স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে তাকে ২১ দিন নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। তাকেও বুধবার সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।