রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে জেলার মিঠাপুকুরের জায়গীর হাট বাসস্টান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া (২৮) এবং একই এলাকার আবু বক্করের ছেলে রোকন (২৩)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বিশ্বাস জানান, ভোররাতে উল্টো দিক থেকে সাইকেল চালকসহ ভ্যানযাত্রীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতদের মেডিকেলে পাঠায়। ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।