বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

রংপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬ জন

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩২৫

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে করোনা মুক্ত হওয়ায় আরও ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ওই তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা বেগম (৪৫) এবং শাহীনা পারভীন (৪০), রংপুর কারুপণ্য লিমিটেডের জিএম সৈয়দ অনোয়ার হাবিব (৪৩) এবং নগরীর রাধাবল্লভ এলাকার শমসের আলী (৫৫) ও সিটি করপোরেশন এলাকার কুদরত ই খোদা (৪২) রয়েছেন।

তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ মে নাজমুন নাহার, এর পরের দিন শমসের আলী, সৈয়দ অনোয়ার হাবিব ও রেজওয়ানা এবং ৯ মে শাহীনা পারভীন ও কুদরত ই খোদা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এই ছয়জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।

শেয়ার করুন

আরো খবর