রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত রোববার দুপুরে রাইজিংবিডিকে জানান, এখন পর্যন্ত এই উপজেলায় ১১ জন কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সাতজন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য। অন্যরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষায় রাঙ্গুনিয়ায় আক্রান্তরা শনাক্ত হয়। এছাড়া জমা দেওয়া আরো বেশ কিছু নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।