পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন।
রাজারবাগে জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরও তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়।
সূত্র: ইউএনবি