সোমবার (৪ মে) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এ ঘটনার কথা শুনেছি। তবে এটি সাভারের ঘটনা। তারপরও কেউ অভিযোগ করলে তদন্তপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে।’
গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, প্রায় তিন বছর আগে সুমন নামের এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে পুতুলের বিয়ে হয়। তারা কল্যাণপুরের পোড়াবস্তিতে বাস করছিলেন। ছয় মাস আগে সেন্টু নামের এক প্রাইভটেকারচালকের সঙ্গে পুতুলের পরিচয় হয়। এক মাস আগে সেন্টুর সাথে পালিয়ে সাভারে চলে যান পুতুল। সেখানে তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার (৩ মে) রাতে পুতুল নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।