বর্তমানে লন্ডনে রয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। লকডাউন তাকে দেশে ফিরতে দেয়নি। লকডাউন উঠে গেলে, সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা? ‘টাইমস অব ইন্ডিয়াকে’ দেওয়া একান্ত সাক্ষাত্কারে সে কথা জানালেন রাধিকা।
তিনি বললেন, ‘লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাকে। কিন্তু ঠিক দু’সপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে।’
তবে নিজের জীবনের উপর যে কারও কোনও অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে তাঁকে।